Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ধন্যবাদ


এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ এর কার্যক্রম

এক নজরে উপজেলা সমবায় কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ।

সমবায় অফিস আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম সংস্থা হিসেবে পরিচিত লাভ করেছে। এটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনাণয়ের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের রুট লেভেলের কার্যালয় যা উপজেলা সমবায় কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ নামে অভিহিত। সমবায় সমিতি নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণ কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দলোনকে সহায়তা করা ও জনগনের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উপজেলা সমবায় কার্যালয় এর মূল কাযক্রম।

বর্তমানে কালীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় সমিতি সংক্রান্ত তথ্যঃ-

১. কেন্দ্রীয় সমবায় সমিতি : ১টি বিভাগীয়+২ টি (পউবো)= মোট ০৩ টি।

২. প্রাথমিক সমবায় সমিতি : (ক) সাধারণ – ৫১ টি

                             (খ) (পউবো) – ২৯৮ টি

                                      মোটঃ ৩৫২ টি


৩. সদস্য সংখ্যা :     (ক) পুরুষ -   ৬৭৫০ জন

                      (খ) মহিলা -   ৪৭৬৯ জন

                         মোটঃ ১১৫১৯ জন ।

৪. পরিশোধিত শেয়ার মূলধন -     ৩০৩.৮৯ (লক্ষ টাকায়)

৫ .সঞ্চয় আমানত - ১৬৮.৪২ (লক্ষ টাকায়)

৬. কার্যাকারী মূলধন - ৯৩৫.৮৭ (লক্ষ টাকায়)

৭. আত্ম কর্মসংস্থান - (ক) পুরুষ ২৩৫ জন।

                   (খ) মহিলা-১২০ জন।

৮.রাজস্ব প্রদান :    (ক) অডিট ফি

(খ) অডিট ফির ভ্যাট

(গ) সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ)।

উপজেলা সমবায় কার্যালয় কালীগঞ্জ,ঝিনাইদহ তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম